বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স। দেশের ৪১তম প্রধানমন্ত্রী তিনি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন গত সপ্তাহে হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন। এরপর সেই পদে ক্রিস হিপকিন্সকে বেছে নেয় ক্ষমতাসীন লেবার পার্টি। এরপর গতকাল দেশের রাজধানী ওয়েলিংটনে শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্সকে শপথ বাক্য পাঠ করান সে দেশের গভর্নর জেনারেল। দায়িত্ব গ্রহণের পরই নতুন প্রধানমন্ত্রী বলেন, এটা আমার কাছে সবচেয়ে বড় সম্মান।

 আমার দায়িত্ব অনেকটা বাড়ল। আগামী দিনে চ্যালেঞ্জগুলো নিতে আমি প্রস্তুত। তিনি জানান, দেশের অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করবেন। করোনাকালে দেশের অর্থনীতিতে মন্দা ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছিল। সেটি সামাল দিয়ে দেশের অর্থনীতিকে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য। করোনাকালে তিনি কভিড রেসপন্স ও পুলিশবিষয়ক মন্ত্রী ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালে তিনি প্রথমবার পার্লামেন্টের জন্য নির্বাচিত হন। ২০২০ সালে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান।

সর্বশেষ খবর