সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
মার্কিন জেনারেল বললেন

২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ

২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ

মাইক মিনিহান

দুই বছর পর চীন ও আমেরিকার মধ্যে ভয়াবহ যুদ্ধ হতে পারে। এই দাবি করেছেন মার্কিন বিমান বাহিনীর একজন শীর্ষ জেনারেল। এ জন্য তিনি শুক্রবার সিনিয়র অফিসারদের কাছে একটি মেমো পাঠিয়েছেন। তাঁর এই দাবির পর সব আলোচনা জোরদার হয়েছে। শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ২০২৫-এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। এ জন্য তাদের লক্ষ্যের প্রতি প্রস্তুত থাকতে বলা হয়েছে। এয়ার মোবিলিটি কমান্ডে প্রায় ৫০ হাজার সদস্য এবং প্রায় ৫০০ বিমান রয়েছে।

চীনের সঙ্গে সম্ভাব্য ওই যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা এই জেনারেল হলেন যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান। যুদ্ধে ওয়াশিংটনের অবস্থান বিষয়েও মত প্রকাশ করেছেন জেনারেল মাইক মিনিহান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত, প্রতিরোধ। তবে ‘যদি প্রয়োজন হয়, চীনকে পরাজিত করা।’

মিনিহান মেমোতে আরও বলেছেন, যেহেতু তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে প্রেসিডেন্ট  নির্বাচন হবে, তাই যুক্তরাষ্ট্র ‘বিভ্রান্ত’ হবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। জেনারেল মাইক চীনের প্রেসিডেন্টের আকাক্সক্ষার কথা উল্লেখ করে সম্ভাব্য সংঘাতের জন্য তার প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, শি তার তৃতীয় মেয়াদ (কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে) নিশ্চিত করেছেন। ২০২২-এর অক্টোবরে তারা যুদ্ধ পরিষদ গঠন করেছেন।

মাইক মিনিহান তাঁর স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন। চিঠিটির সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ চিঠি। এটার বিষয়বস্তু নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে এনবিসি নিউজ। চিঠিতে যে তারিখ লেখা রয়েছে, সেটি চলতি বছরের ১ ফেব্রুয়ারি। চিঠিতে কয়েকটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এমন দুটি বিষয়ের শিরোনাম ‘চূড়ান্ত পরিস্থিতি’ ও ‘ঝুঁকি’। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটি লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরা হয়েছে। সেখানে জেনারেল মিনিহান বলেছেন, ‘যা ভাবছি, আশা করি তা ভুল (হবে)। তবে আমার ধারণা বলছে, ২০২৫ সালে আমরা চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাব।’

চিঠিতে উল্লেখ করা ‘চূড়ান্ত পরিস্থিতি’ শিরোনামের অধীনে জেনারেল মিনিহান চীনের একটি দ্বীপপুঞ্জে হামলা চালিয়ে জয়লাভের   কথা বলেছেন। ওই দ্বীপপুঞ্জের বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি। তবে দক্ষিণ চীন সাগর অঞ্চল    ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর মধ্যে উত্তেজনা রয়েছে।

এ ছাড়াও জেনারেল মিনিহান ইঙ্গিত দিয়েছেন, বাণিজ্যিক ড্রোনের ব্যবহারও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। চীনের সঙ্গে সংঘাত শুরু হলে এগুলো ব্যবহারের বিষয়টি   বিবেচনা করা হবে। 

সর্বশেষ খবর