সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
৫০ হাজার বছরে প্রদক্ষিণ

ভাগ্যবানরা দেখতে পারবেন মহাজাগতিক এই দৃশ্য

ভাগ্যবানরা দেখতে পারবেন মহাজাগতিক এই দৃশ্য

১-২ বা ১০০-২০০ বছর নয়। ৫০ হাজার বছর পরে দেখা যেতে চলেছে একটি দৃশ্যের। বিজ্ঞানীদের দাবি, সি/২০২২ ই৩ নামের একটি ধূমকেতু শেষবার হিমযুগে দেখা দিয়েছিল। এবার ৩০ জানুয়ারি (আজ) থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে ফের একবার দেখা যেতে চলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুটি গত বছরের মার্চ মাসে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটিতে ওয়াইড-ফিল্ড সার্ভে ক্যামেরার মাধ্যমে দেখেছিলেন। এর নাম দেওয়া হয়েছে সি/২০২২ ই৩। সেই সময় এটি বৃহস্পতির কক্ষপথে ছিল এবং তারপর থেকে এর উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। নাসার মতে, এটি বর্তমানে অভ্যন্তরীণ সৌরজগতের মধ্য দিয়ে যাচ্ছে। ২ ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি চলে আসবে এটি। তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে কোনো বিপদের সম্ভাবনা নেই। কারণ এটি এই গ্রহ থেকে ২৬৪ লাখ মাইল দূরে থাকবে। এস স্পেসডট কমের মতে, পরেরবার এটি পৃথিবীর কাছাকাছি আসবে ৫০ হাজার বছর পরে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, দুই একদিনের মধ্যে রাতের আকাশে এটি খালি চোখে দৃশ্যমান হবে বলে মনে করা হচ্ছে। উত্তর গোলার্ধে সকালের আকাশে এটি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। নাসার মতে, টেলিস্কোপের মাধ্যমে এটি স্পষ্ট দেখা যাবে।

সর্বশেষ খবর