সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আইনি পদক্ষেপের ইঙ্গিত

অমর্ত্য সেনকে বিশ্বভারতীর চিঠি

জমি ফেরত চেয়ে গত মঙ্গলবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার তিন দিনের মাথায় পাঠানো নতুন চিঠিতে বিশ্বভারতীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্বভারতীর অভিযোগ, ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। তা ফেরত চেয়ে অমর্ত্য সেনকে চিঠি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার তিন দিনের মাথায় আরও একটি চিঠি গেল তাঁর বাড়ি ‘প্রতীচী’তে। এ চিঠিতে বিশ্বভারতীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘আপনি (অমর্ত্য সেন) ওই জমি যত দ্রুত সম্ভব বিশ্বভারতীকে ফিরিয়ে দিন। তা নাহলে দেশের আইন আপনাকে এবং বিশ্বভারতী, যাকে আপনি খুব ভালোবাসেন, দুই পক্ষকেই বিড়ম্বনায় ফেলবে। আপনি জানেন, অবৈধভাবে দখল করে রাখা জমি পুনরুদ্ধারে দেশে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।’ এদিকে জমি-বিতর্ক প্রসঙ্গে অমর্ত্য সেন আগেই বলেছিলেন, ‘আদালতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তবে আমার উকিলের চিঠি একবার গিয়েছে। আরেকবার নিশ্চয়ই যাবে।’ শুক্রবার সকালেও তিনি বলেন, ‘আমি আদালতে যাচ্ছি না। সেটা ভয়ে যাচ্ছি না, এমনটা যদি উপাচার্য মনে করে থাকেন, তাহলে তার চিন্তা শক্তি নিয়ে আমাদের ভাবার কারণ আছে।’

সর্বশেষ খবর