বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আগেই সতর্ক করেছিল এই পাখিগুলো!

আগেই সতর্ক করেছিল এই পাখিগুলো!

ভূমিকম্প-কবলিত সিরিয়া এবং তুরস্কে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। আহতের সংখ্যা কয়েক হাজার। ফলে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিওতে ভূমিকম্পের আগে তুরস্কের আকাশে প্রচুর পাখি উড়তে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করেছেন ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা, আইএফএস পারভীন কাসওয়ান।

একটি টুইটার চ্যানেল থেকে এ ভিডিওটি শেয়ার করা হয়েছে। সাধারণত প্রাকৃতিক বিষয় শেয়ার করা হয় এ টুইটার অ্যাকাউন্টে। আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, এটাই প্রাকৃতির অ্যালার্ম সিস্টেম। আগেই আমাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি।

অন্যদিকে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই যখন একের পর এক আফটারশকে কাঁপছে তুরস্কর বিস্তীর্ণ এলাকা, তখনই জাতীয় বিপর্যয় মোকবিলা দলকে সেখানে পাঠিয়েছে কেন্দ্র।

অত্যাধুনিক সরঞ্জাম, ত্রাণ, খাবার, ওষুধসহ ভারতের এনডিআরএফের বিশেষ দলকে পাঠানো হয়েছে সেখানে। ভূমিকম্পের পর এখনো উদ্ধারকাজ চলছে। প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে সহায়তার কাজও এ দলটি করবে বলে জানা গেছে।

 

সর্বশেষ খবর