বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গুগল থেকে ছাঁটাই হয়েই নতুন কোম্পানি খুললেন সাত কর্মী

আর্থিক মন্দার দোহাই দিয়ে কয়েক দিন আগেই ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল গুগল। আচমকাই বিপদে পড়ে গেছেন তাদের অনেকে। ছাঁটাই হওয়া কর্মীদের একজন হলেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কাজ করা হেনরি কির্ক। চাকরি হারানোর পর ছাঁটাই হওয়া আরও ছয় কর্মীকে নিয়ে নিজস্ব কোম্পানি গড়ে তুলতে চলেছেন তিনি। ইনসাইডারের খবরে জানানো হয়েছে, গত আট বছর ধরে গুগলে কাজ করছিলেন হেনরি। কিন্তু অপ্রত্যাশিতভাবে চাকরি হারানোর পরেও ভেঙে পড়েননি তিনি। বরং নতুন কিছু করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। তার সঙ্গে হাত মিলিয়েছিলেন গুগল থেকে বাদ পড়া আরও ছয়জন কর্মী। ছাঁটাই হওয়ার নোটিস পেয়েই হেনরি তার মতো অন্যদের খুঁজছিলেন। তিনি তখন আবিষ্কার করেন, তার আরও কয়েকজন সহকর্মীও ছাঁটাই হয়েছেন। তখন তিনি মনস্থির করেন নিজেরাই আবার নতুন করে সংস্থা চালু করবেন। তিনি নিজেদের একটি গ্রুপ চ্যাটে বিষয়টি উপস্থাপন করলে ছয়জন এতে সাড়া দেয়। এখন তারা নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে নিজেদের জন্য নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও তৈরি করবেন বলে ঠিক করেছেন।

এদিকে গুগল ছাঁটাইয়ের আগে ২ মাসের নোটিস দিয়েছে যা সামনের মার্চ মাসে শেষ হবে। তার মধ্যেই নতুন সংস্থার কাজ শুরু করতে চান এ সাবেক গুগলকর্মীরা।

 

সর্বশেষ খবর