শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে সুইস ব্যাংক

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫৪ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ঋণ নিচ্ছে দেশটির বিশ্বখ্যাত ব্যাংক ক্রেডিট সুইস। গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতন হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারমূল্য ২৪ শতাংশ কমে যায়। সৌদি আরবের বিনিয়োগকারীরা বাড়তি অর্থায়ন না করার কথা জানানোয় এমনটি হয়েছে বলে জানা যায়। গতকাল ক্রেডিট সুইস কর্তৃপক্ষ জানায়, অর্থায়নের ধারা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্কস (৫৪ বিলিয়ন ডলার) নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক গত শুক্রবার বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। এর পরপরই বন্ধ হয়ে যায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক। এমন সময় ইউরোপের সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের এমন পরিস্থিতিতে পড়াটা বৈশ্বিক ব্যাংক খাতের জন্য ভালো খবর নয়।

সর্বশেষ খবর