শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অন্য রকম

দুই পুরুষ ইঁদুর থেকে বাচ্চার জন্ম দিলেন বিজ্ঞানীরা

দুই পুরুষ ইঁদুর থেকে বাচ্চার জন্ম দিলেন বিজ্ঞানীরা

দুই পুরুষ ইঁদুরের মধ্যে প্রজনন ঘটিয়ে ইঁদুরের বাচ্চার জন্ম দিয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে সুদূর ভবিষ্যতে মানুষের মধ্যেও নারী ছাড়াই সন্তান জন্মদানের সম্ভাবনাও তৈরি হয়েছে। বিজ্ঞান বিষয়ক জার্নাল ন্যাচারে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন কিয়ুশু বিশ্ববিদ্যালয় এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এতে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক কাতসুহিকো হায়াশি। গবেষকরা বলছেন, ‘সমকামীদের ক্ষেত্রে অন্যের ডিম্বাণু ব্যবহারের নৈতিক এবং আইনি সংকট এড়িয়ে নিজেদের সন্তান জন্মদানের সুযোগও তৈরি করছে এই গবেষণা।’ হায়াশি অবশ্য বলছেন, এই গবেষণা এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত সপ্তাহে লন্ডনের ক্রিক ইনস্টিটিউটে জিন এডিটিং সম্মেলনে তিনি বলেন, ‘ইঁদুর এবং মানুষের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে।’

সর্বশেষ খবর