শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত । কাশির সিরাপে শিশুর মৃত্যু

ভারতে বন্ধ হয়ে গেল একটি ওষুধ কোম্পানি

উজবেকিস্তানে ১৮টি শিশুর মৃত্যুতে যে কোম্পানির কাশির সিরাপের নামে অভিযোগ এসেছে, সেই ম্যারিয়ন বায়োটেকের ওষুধ বানানোর লাইসেন্স বাতিল করল ভারত। জানুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় এ কোম্পানির দুটি কাশির সিরাপকে ‘নিম্নমানের’ অ্যাখ্যা দিয়ে সেগুলো খাওয়ার ব্যাপারে সতর্ক করেছিল। ডব্লিউএইচওর পক্ষে বলা হয়, ওই সিরাপ নিম্নমানের। কিন্তু অভিযোগ প্রত্যাখ্যান করে ম্যারিয়ন বায়োটেক। অবশ্য উজবেকিস্তানে শিশু মৃত্যুর রিপোর্ট প্রকাশ পাওয়ার পর ওই কোম্পানির ওষুধ উৎপাদনে স্থগিতাদেশ দেয় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোম্পানিটি উত্তর প্রদেশভিত্তিক। বুধবার সেখানকার রাজ্য কর্তৃপক্ষ ঘোষণা করে, তারা ম্যারিয়ন বায়োটেকের ওষুধ তৈরির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করেছে।

সর্বশেষ খবর