রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রমজানে বিভিন্ন পণ্যের দাম কমাল আমিরাত

পবিত্র রমজান মাস উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ৭০টিরও বেশি পণ্যের দাম কমানো হয়েছে। দেশটির বাসিন্দাদের ওপর অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ প্রশমনে পণ্যের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক খুচরা বিক্রেতাদের সংগঠন ইউনিয়ন কো-অপারেটিভ। সংগঠনটি বলেছে, ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির বোঝা কমাতে আগামী ২৯ মার্চ থেকে শুরু করে পরবর্তী ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইউনিয়ন কো-অপারেটিভ বলেছে, পিঁয়াজ, আপেল, হিমায়িত মুরগি, ডিম, ময়দা, তেলসহ আরও অনেক প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়েছে। ইউনিয়ন কো-অপারেটিভের সব শাখায় নতুন মূল্যে পণ্যসামগ্রী পাওয়া যাবে।

সর্বশেষ খবর