বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সিকিমে বেড়াতে গিয়ে তুষারধসে সাত পর্যটকের মৃত্যু

ভারতের সিকিম রাজ্যের নাথু লা এলাকা পর্যটকদের বেশ প্রিয় জায়গা। কিন্তু সেখানে হঠাৎ করেই গতকাল তুষারধস হয়। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এখনো অনেকে তুষারের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। পূর্ব সিকিমের ১৭ মাইলের কাছে জেএন রোডে এ ধস হয়। ছাঙ্গু লেক যাওয়ার পথে এ ধস নামে। প্রাথমিকভাবে অনুমান করা হয়, আটকে পড়েছেন ১৫০ জন পর্যটক। ঘটনাস্থলে সিকিম পর্যটন দফতরের কর্মকর্তারাও পৌঁছান।

সড়কটি রাজধানী গ্যাংটককে নাথুলার সঙ্গে সংযুক্ত করে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বেলা ৩টা নাগাদ সেখান থেকে ১৪ জনকে উদ্ধার করে কাছেই সেনাবাহিনীর একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলেই সাতজনই মারা গেছেন। আরও সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গ্যাংটকে ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ সড়ক থেকে তুষার পরিষ্কার করার পর সেখান থেকে আটকে পড়া ৩৫০ জন পর্যটক ও ৮০টি গাড়িকে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর