বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

পরীক্ষায় ৬০০-তে ৬০০ পেলেন কাঠমিস্ত্রির মেয়ে

পরীক্ষায় ৬০০-তে ৬০০ পেলেন কাঠমিস্ত্রির মেয়ে

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন নন্দিনীকে শুভেচ্ছা জানান

অর্থনীতি, তামিল, ইংরেজি, অ্যাকাউন্টেসি, কমার্স অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এ প্রতিটি বিষয়ে নন্দিনী ১০০-তে ১০০ পেয়েছেন। বলছেন, কোনো চাপ ছাড়াই তিনি পড়াশোনা করে গিয়েছেন।

বংশপরিচয় কোনোভাবেই শিক্ষা বা মেধার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সে কথাই নতুন করে প্রমাণ করলেন তামিলনাড়ুর দ্বাদশ শ্রেণির এ শিক্ষার্থী। তার বাবা পেশায় কাঠের মিস্ত্রি। শত প্রতিকূলতা পেরিয়ে দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় ৬০০-এ ৬০০ পেলেন মেয়ে। তামিলনাড়ুর দিন্দিগুলের আন্নামালাইয়ার মিলস গার্লস হাইস্কুলের ছাত্রী নন্দিনী। তার বাবা পেশায় দিন মজুর। নন্দিনীর বিষয় ছিল কমার্স। তামিলনাড়ুর দ্বাদশের বোর্ড পরীক্ষার ফলাফল বের হতেই দেখা যায় নন্দিনী পেয়েছেন ৬০০-তে ৬০০। এ সাফল্য মা-বাবা ও শিক্ষকদের উৎসর্গ করেছেন এস নন্দিনী। তিনি বলেছেন, আত্মবিশ্বাসী হলে সাফল্য অর্জন করা সম্ভব। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আশ্বাস দিয়েছেন, উচ্চশিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে নন্দিনীকে সাহায্য করা হবে। এদিকে নন্দিনীর মতোই ফলাফলে চমকে দিয়েছেন চেন্নাই করপোরেশন পরিচালিত স্কুলের এক ছাত্রী এন গায়ত্রী। ৬০০-র মধ্যে ৫৯২ পেয়েছেন তিনি। দুটি বিষয়ে ১০০-র মধ্যে ১০০ পেয়েছেন।

সর্বশেষ খবর