যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডিক চেনি। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি উল্লেখ করে শুক্রবার এ ঘোষণা দেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। সে সময় প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত ডিক চেনি বলেন, ‘রিপাবলিকান পার্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় হুমকি আর কেউ নয়।’ এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে তার মেয়ে, সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনি বলেছিলেন, তার বাবা ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন। বিবিসি