নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ রেখে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্প্রতি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নিজের অবস্থান প্রসঙ্গে এ কথা বলেছেন। পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে দেওয়া ভাষণে শাহবাজ বলেন, ‘আমরা বিশ্বাস করি যে শান্তি এবং উন্নয়ন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমাদের প্রথম আকাক্সক্ষা শান্তি। অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা পাকিস্তানের নেই।