ভারতীয় বংশোদ্ভূত ক্যাশপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তার নাম ঘোষণা করেন ট্রাম্প। খবর বিবিসি।
৪৪ বছর বয়সি প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এফবিআই প্রধান হিসেবে প্যাটেলকে নিয়োগ দিতে হলে বর্তমান এফবিআই পরিচালক ক্রিস্টোফার রেকে পদত্যাগ বা বরখাস্ত হতে হবে, যদিও ট্রাম্প তার পোস্টে তাকে পদত্যাগের ব্যাপারে কিছু বলেননি।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকলেও তেমন আলোচনায় ছিলেন না তিনি। তবে ট্রাম্প ঘোষণা করার পর থেকেই প্যাটেলকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
অনেকেই জানতে চাইছেন এফবিআই প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া কে এই কাশ প্যাটেল? অনলাইন এনডিটিভি জানিয়েছে, কাশ প্যাটেলের ডাক নাম হচ্ছে ক্যাশপ। তিনি ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা উভয়ই ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন।
তবে প্যাটেলের ছোট বেলা কেটেছে পূর্ব আফ্রিকায়। তার শিক্ষা জীবন শুরু হয় পূর্ব আফ্রিকার লং আইল্যান্ডের গার্ডেন সিটি হাইস্কুল থেকে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, চ্যাড আমাদের শ্রেষ্ঠ অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ মাদক রোধ করতে কাজ করবেন।