পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রভান্ডারকে আরও আধুনিক করছে। মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পারমাণবিক কমান্ডের নিরাপত্তার দিকেও নজর দিয়েছে পাকিস্তান। সম্প্রতি মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা (ডিআইএ)-এর রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, চীনের সামরিক ও আর্থিক সাহায্য নিয়ে পাকিস্তান নিজেদের সামরিক ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি পারমাণবিক অস্ত্রভান্ডারকে উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এমনকী, ওই রিপোর্টে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সামরিক শক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, এই প্রতিবেদনটি তৈরি হয়েছে ১১ মে। অর্থাৎ পেহেলগামে জঙ্গি হামলা, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পর।
পাকিস্তান ভারতকে নিজেদের ‘অস্তিত্বের জন্য ভয়ের’ কারণ হিসাবে দেখে বলে দাবি করছে মার্কিন প্রতিবেদনে। তাতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রচলিত অস্ত্রভান্ডারের দিক থেকে ভারত এগিয়ে রয়েছে। সেটিকে টেক্কা দিতে নিজেদের সামরিক ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি পারমাণবিক অস্ত্রভান্ডারকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে পারে পাকিস্তান।
পাকিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহের কথাও উঠে এসেছে ওই প্রতিবেদনে। ওই রিপোর্ট অনুসারে, গত বছরে পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান যে মূলত চীন থেকে অর্থনৈতিক এবং সামরিক সুবিধা পায়, তা-ও বলা হয়েছে রিপোর্টে। বস্তুত, আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থার ওই রিপোর্টে শুধু পাকিস্তান নয়, রাশিয়া, চীন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। ভারতের ব্যাপারে আরও বলা হয়েছে, চীনকে প্রতিহত করাকেও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করতে পারে ভারত। -দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস