থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ ধসে পড়েছে একটি ব্যস্ততম সড়ক। তৈরি হয়েছে একটি বিশালাকার ‘সিঙ্কহোল’ তথা গর্ত। গতকাল সকালে এ ঘটনায় মুহূর্তে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে চারপাশ থেকে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের।
ব্যাংককের দুসিত জেলার সামসেন রোডে ভাজিরা হাসপাতালের কাছে এ সিঙ্কহোলটি তৈরি হয়েছে। এটি ১৬৪ ফুট গভীর এবং এর প্রশস্ততা ছিল ৯০০ বর্গফুটের সমান। সড়ক ধসে পড়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সড়কের পৃষ্ঠ ধীরে ধীরে দেবে যাচ্ছে, বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে এবং পাইপ ফেটে পানি বের হচ্ছে। -রয়টার্স