২১ মার্চ, ২০২৪ ২১:০৮

রমজানে মক্কাবাসীদের ‘কাবায়’ না যাওয়ার আহ্বান সৌদি আরবের

অনলাইন ডেস্ক

রমজানে মক্কাবাসীদের ‘কাবায়’ না যাওয়ার আহ্বান সৌদি আরবের

ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয় গত ১১ মার্চ। অন্য বছরের মতো এবারও রমজান শুরু হওয়ার পর অসংখ্য মুসল্লি মক্কায় ওমরাহ করতে এসেছেন।

অন্যান্য দেশের মুসল্লিরাও যেন ওমরাহ পালন করতে পারেন সেজন্য ভিসা প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছে সৌদি আরব। ওমরাহ ভিসা ছাড়াও ভিজিট ভিসা ও টুরিস্ট ভিসা দিয়েও ওমরাহ পালনের সুযোগ রেখেছে দেশটি।

এখন মুসল্লিদের ভিড় কমানো এবং দূর থেকে আসা মানুষকে কাবা দেখার সুযোগ করে দিতে মক্কার স্থানীয় বাসিন্দাদের পবিত্র রমজান মাসে কাবা শরীফে না যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর বদলে মক্কাবাসীকে নামাজ আদায়ের জন্য অন্যান্য মসজিদে যেতে উদ্বুদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, “আল্লাহর মেহমানরা মক্কারও মেহমান। তাই চলুন তাদের প্রতি পরহিতব্রতী হই এবং তাদের কাবায় জায়গা করে দেই।’

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও বলেছে, পুরো মক্কাই পবিত্র। ফলে এই স্থানের যে কোনো মসজিদে নামাজ আদায় করলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

সূত্র : গালফ নিউজ

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর