ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার রামপুরে স্কুল গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ ছাত্রসহ ৬ জনের। শিক্ষার্থীরা বিহারের কিষাণগঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, স্কুল ছুটি হওয়ার পর একটি বোলেরো গাড়িতে করে বাসায় ফিরছিল বেশ কয়েকজন ছাত্র। পথে তাদের বহনকৃত গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোলেরো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ ছাত্রসহ গাড়ির চালক নিহত হয়। এছাড়া আহত আরও চার ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিষাণগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট অনিমেশ কুমার পরাশর জানিয়েছেন, ‘ওই সড়ক দুর্ঘটায় ৫ জন ছাত্র নিহত হয়েছে। এছাড়াও কয়েকজন ছাত্র আহত হয়েছে, তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে’।
স্থানীয় বাসিন্দা আকরাম নিয়াজ জানান, ‘ট্রাকটি উল্টোদিক থেকে আসছিল। কিন্তু স্কুলছাত্র বহনকৃত গাড়িটির চালক ওই ট্রাকটিকে দেখতে না পাওয়ায় দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক’।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব