খুনের মামলা প্রত্যাহার করতে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন এক শিক্ষিকা। পুলিশ অভিযুক্তদের পক্ষ নিয়ে ওই নারী ও তাঁর পরিবারকে শাসাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি চলতি মাসের ৫ তারিখে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত জানিয়েছেন হাওড়ার আটপুকুর গ্রামের বাসিন্দা সাইরুন্নেসা।
মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ২০০৮ সালের ২০ অক্টোবর খুন হন সাইরুন্নেসার স্বামী আলাউদ্দিন মোল্লা। পুলিশের সামনেই স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক তথা সিপিএম নেতা আলাউদ্দিনকে গুলি করে খুন করে আততায়ীরা। অভিযোগ উঠেছিল তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ হয়। এদের কয়েকজন ধরা পড়লেও জামিন পেয়েছেন।
ওই নারীর অভিযোগ, মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় গ্রামের টিউবওয়েল থেকে পানি নেওয়া, পুকুরে স্নান বন্ধ করে দেওয়া হয়েছে। মুদির দোকান থেকে মালপত্র কেনা বন্ধ। এমনকি কেবল লাইন কেটে দেওয়া হয়েছে।
এলাকার তৃণমূল নেতা তথা হাওড়া পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জু বিশ্বাস বলেন, সিপিএমের গোষ্ঠী দ্বন্দ্বেই ওই খুন। এখন তৃণমূলের নামে দোষ দেওয়ার মানে হয় না।
সূত্র: কলকাতা
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব