আজ ভোররাতের ভূমিকম্পে কলকাতার মেট্রোরেল সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভারতের স্থানীয় সময় ভোররাত ৪টা ৩৭ মিনিটে কলকাতাসহ দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় আসাম, মনিপুর, বিহার ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে রিখটার স্কেলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল মনিপুরের তামেনগ্লং বলে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে।
এরপর ৫টা ৩২ মিনিটে অনুভূত হয় প্রথম পরাঘাত বা আফটার শক। আরো আফটার শকের আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কলকাতা মেট্রোরেল। এর ফলে সমস্যায় পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগামী কলকাতাবাসী। তবে এ সার্ভিস শিগগিরই ফের চালু হচ্ছে বলে কর্তৃপক্ষ জানায়।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ