কংগ্রেসের সঙ্গে বামদের জোটের সম্ভাবনাকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সচিব পার্থ চট্টোপাধ্যায়। বিরোধী জোট বিশেষ করে বামদের সঙ্গে জোটকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শিক্ষামন্ত্রী। তার কথায়, "২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হলে তা রাজ্যের কংগ্রেস কর্মীরা মেনে নেবে না। কারণ সবার উপরে ভরসা করা গেলেও সিপিএমের উপর কোন ভাবেই ভরসা করা যায় না।" মঙ্গলবার শিলিগুড়ির সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বাম-কংগ্রেস জোটের সম্ভাবনাকে কটাক্ষ করেন তিনি। খবর কলকাতা ২৪x৭
বামদের সঙ্গে জোটের বিষয়ে বিশেষ আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সংগঠনের নিচুতলায় সিপিএম ও কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে জোট করেই নির্বাচনে লড়বে বলে জানিয়েছিলেন তিনি। অধীরের বার্তা আশা জুগিয়েছিল সিপিএমের অন্দরেও। যদিও, ২০০৮ সালে সমর্থন প্রত্যাহার করে প্রথম ইউপিএ সরকার ফেলে দেওয়া সিপিএমের সঙ্গে কংগ্রেস ফের জোটের পথে হাঁটবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা