ভারতের মেদিনীপুরের সরকারি মঞ্চ থেকে ফের বিরোধীদের আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। জঙ্গলমহল উৎসবের সূচনায়, ৪২ হাজার প্রতিযোগীকে দেওয়া হল দেড় হাজার করে টাকা। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ফের বিতর্কে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।
বিধানসভা নির্বাচনের আগে ফের কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের সভা থেকে সিপিএমের আক্রমণ সত্ত্বেও, দক্ষিণ ২৪ পরগনার সরকারি অনুষ্ঠানে এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবারের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি!
মেদিনীপুর শহরে আয়োজিত এই অনুষ্ঠানে, এদিন জঙ্গলমহল উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিযোগীদের। সেই সঙ্গে আক্রমণ করেন বিরোধীদেরও। শুধু বিরোধীদের আক্রমণই নয়, ভোটের আগে, দেদার খয়রাতিও হয় এই সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে। এদিনের অনুষ্ঠানে অংশ নেয় ২ হাজার ৩০০টি ক্লাব এবং ৪২ হাজার প্রতিযোগী। বছরভর যারা জঙ্গলমহলে নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই ৪২ হাজার প্রতিযোগীর প্রত্যেককে ১৫০০ টাকা করে হাতখরচ দেওয়া হয়। যার জন্য রাজকোষ থেকে ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লক্ষ টাকা।
এদিকে, সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে এদিন ফের বিতর্কে জড়ান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। এর আগেও, একাধিকবার সরকারি অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বিতর্কে জড়িয়েছেন ভারতী ঘোষ। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করেছে বিরোধীরাও। এসবের মধ্যেই ফের বিতর্কে ভারতী।
সূত্র: স্টার আনন্দ
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা