ভালো ফলনের পরও মাথায় হাত ভারতের শিলিগুড়ির আনারস চাষীদের। কেননা বাজারে বেচাবিক্রি মন্দা। পাইকারী বাজারে দেড় থেকে দুই টাকায় বিক্রি করতে হচ্ছে আনারস। ঋণের দায়ে ডুবতে বসা চাষীদের এখন একটাই আশা সরকার যদি বাড়ায় সাহায্যের হাত। খবর জি২৪।
এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম আনারস চাষ হয় শিলিগুড়ি মহকুমার বিধাননগরে। সেই বিধাননগরেই নানা গুণে সমৃদ্ধ আনারস নিয়ে হতাশায় ভুগছেন চাষীরা। চারা থেকে আনারস ফলাতে গাছ প্রতি খরচ পড়ে ১২ থেকে ১৩ টাকা। আনারস বাজারে বিক্রি করতে হচ্ছে দেড় থেকে দুই টাকায়। সেখানেই আনারসের এই মন্দা দামে মাথায় হাত চাষীদের। ফসল বেচেই ঋণ মহাজনের টাকা শোধ করেন চাষীরা। টাকা শোধতো দূরের কথা, খরচের টাকা তোলাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিধাননগরের কোল্ডস্টোরেজ অবস্থায় শোচনীয়। কোটি টাকা খরচ করে কোল্ডস্টোরেজ হলেও পরিচর্যার অভাবে নাম লিখিয়েছে বাতিলের খাতায়। আনারস থেকে অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের কোম্পানিও দীর্ঘদিন ধরে বন্ধ। প্রশাসনের থেকেও মেলেনি কোনও সদুত্তর। এই পরিস্থিতিতে আনারস কৃষকদের সবথেকে বড় সমস্যা এখন ঋণশোধ। সরকারি সাহায্যই একমাত্র সমস্যার সমাধান করতে পারে বলে মনে করছেন জেলার চাষীরা।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা