ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃণমূলে যোগ থাকলেও এবার ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। আর বিজেপিতে যোগ দেওয়ার কিছু দিনের মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'পিসি' বলে কটাক্ষ করলেন এই টলি নায়িকা। খবর নিউজ১৮এর।
শ্রাবন্তী টুইটে জানান, যাদের মাথা গোঁজার কোনও ঠাঁই নেই তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কি? আমফানের ঝড়ে উড়েছে চাল, কিন্তু কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছয়নি ক্ষতিগ্রস্তদের হাতে। তাই বাধ্য হচ্ছে মানুষ ট্যাবের টাকাতে বাড়ির ছাদ সারাতে। এটাই পিসির উন্নয়ন।
এখানেই শেষ নয়। একের পর এক টুইট বাণে মমতার নাম না করে সমালোচনা করেছেন শ্রাবন্তী। তিনি লিখেছেন, পিসির নিজের স্বার্থের জন্যই বাংলার মানুষ কেন্দ্রের বহু সুবিধা পায় না। ওনার রাজনীতির জন্য সুবিধাগুলো থেকে বঞ্চিত থেকে যাচ্ছে মানুষ। কিন্তু বাংলা আর বঞ্চিত থাকবে না।
বিডি-প্রতিদিন/শফিক