জনগণ চাইলে আমি পদত্যাগ করব বলে জানিয়েছেন ভারতের অমিত শাহ। ‘পশ্চিমবঙ্গের শীতলকুচিতে ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার পিছনে তার চক্রান্ত রয়েছে’ মমতা ব্যানার্জির এমন দাবির পরই অমিত শাহ এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী আজ রবিবার ভোটপ্রচারে এসে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে ওই জনসভায় আরও বলেন, ‘মানুষ যখন চাইবে তখন আমি ইস্তফা দেব। তবে ২ মে আপনি ইস্তফা দেওয়ার জন্য তৈরি থাকুন।’
এর আগে, পশ্চিমবঙ্গের রাজগঞ্জের এক সভায় নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, গুলির দাম বেশি না ব্যালটের? বুলেটের বদলা চাই ব্যালটে। খেলা হবে মনে রাখবেন। আমরা বদলা নেবো। অমিত শাহের পদত্যাগের দাবিতে কালো দিবস হচ্ছে রাজ্যে।
বিডি-প্রতিদিন/শফিক