অভিনেত্রী বনাম ফ্যাশন ডিজাইনারের লড়াই ছিল। সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন ফ্যাশন ডিজাইনারই। আসানসোল দক্ষিণের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষকে পরাজিত করে বিধানসভায় যাচ্ছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।
দুই সেলেব প্রার্থীর লড়াইয়ে এই কেন্দ্র এবার হয়ে উঠেছিল নজরকাড়া। তৃণমূল যখন বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ শোনাচ্ছিল তখন অগ্নিমিত্রা বলেছিলেন, আসানসোলের মাটিতে সায়নীও বহিরাগত। আর তিনিই ভূমিকন্যা।
অগ্নিমিত্রার জন্ম আসানসোলে। এমনিতে পশ্চিম বর্ধমানে আশানুরূপ ফলাফল হয়নি বিজেপির। লোকসভা ভোটে যে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল বর্ধমান শিল্পাঞ্চলে তা একুশের ভোটে অনেকটাই স্তিমিত। কিন্তু তার মধ্যেও আসানসোল দক্ষিণে পদ্ম ফোটালেন অগ্নিমিত্রা।
সূত্র: দ্য ওয়াল
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ