পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসায় যারা মারা গেন তাদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।
মমতা বলেন, ‘আমরা ক্ষতিপূরণ দিতে চলেছি যারা নির্বাচনের পর হিংসার বলি হয়েছেন তাদের পরিবারকে। দু’লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেখানে কোনও দল, রং, জাত, ধর্ম দেখা হবে না। প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। ক্ষতিপূরণ দিয়ে সেই দুঃখ মেটানো যায় না। তবু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে দলগুলোর মধ্যে। ফল ঘোযণার দিন, রবিবার দুপুর থেকে সোমবার রাত পর্যন্ত রাজনৈতিক হানাহানিতে এই প্রাণ যায় বলে অভিযোগ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ