‘গতকালের তুলনায় আজ বাবার অবস্থা অনেকটাই ভালো। সবকিছু ঠিক থাকলে দুই-তিনদিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলে আশা রাখি। যেহেতু সিওপিডি সমস্যা ছিলো, তাই সংশ্লিষ্ট পরীক্ষার পাশাপাশি কার্ডিয়াক ও অন্যান্য আনুষঙ্গিক চেকআপ সম্পন্ন হচ্ছে তার। দোয়া করবেন যেন শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি।’ জানতে চাইলে আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এভাবেই সমরেশ মজুমদারের সর্বশেষ শারীরিক অবস্থা জানান তার বড় মেয়ে দোয়েল মজুমদার।
এর আগে, গত শুক্রবার রাতে এই প্রখ্যাত কথাসাহিত্যিককে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বাইপাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
উল্লেখ্য, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক