ইসরায়েলি পেগাসাস স্পাই ওয়্যারের মাধ্যমে ভারতে ফোনে আড়ি পাতা ইস্যুতে সংসদে তুমুল হট্টগোলের জেরে তৃণমূল কংগ্রেসের ৬ এমপিকে সাসপেন্ড করা হয়েছে। আজ বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু দিনভরের জন্য ওই এমপিদের বহিষ্কার করেন।
বহিষ্কারকৃতরা হলেন নাদিমূল হক, মৌসম নূর, দোলা সেন, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস ও অর্পিতা ঘোষ। এর আগে, গত ২৩ জুলাই রাজ্যসভা থেকে গোটা বর্ষাকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূল এমপি শান্তনু সেনকে।
আজ সংসদের সমস্ত আলোচনা স্থগিত করে ‘পেগাসাস’ ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভাতেও একই ইস্যুতে সোচ্চার হয় তৃণমূল। প্রতিবাদী তৃণমূল এমপিরা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে সাসপেন্ড করা হয় ৬ তৃণমূল এমপিকে। ওই এমপিরা রাজ্যসভায় হাউসের ভিতরে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং চেয়ারম্যানের বারবার অনুরোধ সত্ত্বেও সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়ে হট্টগোল সৃষ্টি করছিলেন বলে অভিযোগ।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক