ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ মৃত্যুবরণ করেছেন। সোমবার ভোরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
এদিকে, অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি উপানুষ্ঠানিক শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ দিতে অসাধারণ ভূমিকা রেখেছেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক সর্বদা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন। তিনি ইউনেস্কোর শিক্ষা পরামর্শক ছিলেন। গবেষণা ও শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি প্রতিদিন/ফারজানা