২৩ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৫২

আমি জীবন্ত লাশ : মমতা (ভিডিও)

অনলাইন ডেস্ক

আমি জীবন্ত লাশ : মমতা (ভিডিও)

মমতা ব্যানার্জী। ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ‘চেতলাতেই ছোট থেকে বড় হওয়া। আপনারা সবসময় আমায় সমর্থন করেছেন। সাতবার আমি এমপি হয়েছি। দক্ষিণ কলকাতার মানুষ হিসেবে আমি আপনাদের সমর্থন পেয়েছি ৬ বার। এর জন্য আমি কৃতজ্ঞ। আমার ভাগ্যেই ছিল ভবানীপুর থেকে জিতব। ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হব। পরপর জায়গায় মার খেয়েছি। আমায় জীবন্ত লাশ বলতে পারেন। এবারেও আমার প্রচারের সময় পা চোট করে দেওয়া হয়।’

বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচারে চেতলার সভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। মমতা বলেন, ‘নন্দীগ্রামে দরজাটা যেভাবে চেপে ধরেছিল, গলাটা কাটা যত। পা-টা ঠিক হয়নি, কিন্তু জেদে চলি আমি। যেদিন থেকে বিজেপি এসেছে, সেদিন থেকেই ওদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। ওরা একটা দানবীয় পার্টি।’

তিনি বলেন, ‘ব্যাংকে আমার তেমন কিছু নেই। এ দশ বছরে মুখ্যমন্ত্রী হিসেবে আমি যা পাই, সেটা নিলে দুই-আড়াই কোটি টাকা হয়ে যেতো। আর এরা (বিজেপি) আমার বিরুদ্ধে সিবিআই (ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা), ইডি (অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট) করে বেড়াচ্ছে। আবার অনেকে ভাবে, এরা মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তাই অনেক আনন্দে আছে। না বন্ধু না। এখন আমাকে সারাক্ষণ জেগে থাকতে হয়। সবচেয়ে বেশি কষ্ট আমাদের করতে হয়।’

‘আমি মরে যাব, তবু যা কথা দিয়েছি সেটা করেই যাব। আজ বাংলা এগিয়ে চলেছে। দিল্লি নোটবন্দি করে টাকা আটকে রাখতে চায়। কিন্তু আমি চাই, টাকা যেন মার্কেটে ঘুরে। কারও কাছে কখনো ভিক্ষা চাইনি, মাথা উঁচু করেই চলেছি’,- বলেন মমতা ব্যানার্জী।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র : এপিবি লাইভ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর