২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২০

রোম সফরের অনুমতি পেলেন না মুখ্যমন্ত্রী মমতা

অনলাইন ডেস্ক

রোম সফরের অনুমতি পেলেন না মুখ্যমন্ত্রী মমতা

মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রোম সফরের অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। 

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব এক চিঠিতে জানিয়েছেন, যে কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, ‘এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।’

আগামী মাসের অর্থাৎ অক্টোবরের ৬ এবং ৭ তারিখে রোমে ওই কর্মসূচি হওয়ার কথা। ইতালির একটি বেসরকারি সংগঠন ওই কর্মসূচির উদ্যোক্তা। তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতাকেও। মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সেই মতো তার সফরসূচিও চূড়ান্ত করা হয়েছিল। ঠিক ছিল ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। ঠিক তখনই আচমকা এই চিঠি।

কেন এই সফরের অনুমতি দিল না কেন্দ্রীয় সরকার, তার আনুষ্ঠানিক কারণ যা-ই দেখানো হোক না কেন, তৃণমূলের একটি মহল মনে করছে, এর পিছনে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে। 

সূত্র: আনন্দবাজার।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর