পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোটযুদ্ধ জিতে বিধায়কও হয়েছিলেন অভিনেতা হিরণ। কিন্তু এরপর থেকেই দূরত্ব তৈরি হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে না দলের কোনো কর্মসূচিতে। আর এতেই শুরু হয়েছে কানাঘুষা। শোনা যাচ্ছে, এবার বিজেপি ছাড়তে পারেন হিরণ।
দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। যুব তৃণমূলের সহ-সভাপতি পদে ছিলেন তিনি। ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন হিরণ। জানিয়েছিলেন, দলে সম্মান পাচ্ছেন না। এরপর বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেন তিনি। দলে যোগের ‘পুরস্কার’স্বরূপ তাকে নির্বাচনে টিকিটও দিয়েছিল বিজেপি। জয়ও পেয়েছেন।
কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই পালটেছে পরিস্থিতি। জানা গেছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল হিরণের। ক্রমশ বেড়েছে সেই দূরত্ব। বর্তমানে কার্যত মুখ দেখাদেখি বন্ধ দিলীপ-হিরণের। দলের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায় না বহুদিন ধরে। বর্তমানে দলের কোনো অনুষ্ঠানেই দেখা যায় না হিরণকে, যা স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে দলত্যাগের বিতর্ক।
পশ্চিমবঙ্গের সংবাদপত্র সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, শুক্রবার বিষয়টি নিয়ে একাধিকবার হিরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের কথায়, দলের দুই নেতার মধ্যে কোনোরকম সমস্যা থাকলেও দলেই থাকবেন হিরণ। তবে তৃণমূলে যোগ দিতে চাইলে হিরণকে ফেরানো হবে না বলেই জানিয়েছেন খড়গপুরের এক তৃণমূল নেতা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ