পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে জিততেই হবে। ভবানীপুরের উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে। উপনির্বাচনী প্রচারপর্বে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়— সবার বক্তব্যেই ফিরে ফিরে এসেছে এই ব্যবধানের প্রসঙ্গ। উপনির্বাচনে কম মানুষ ভোট দিতে আসেন, এটা জেনেই তৃণমূল এ বার জোর দিয়েছিল ‘ভোট দিতে আসুন’ ডাকে।
বৃহস্পতিবার ভোটদানের ভালো হার সে দিক থেকে খানিকটা আশ্বস্ত করেছে রাজ্যের শাসকদলকে।
আজ রবিবার চলছে ভোট গণনা। ১৭ রাউন্ড শেষে ভবানীপুরে মমতার ভোটের ব্যবধান ৪৫ হাজার ৭৩৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৬৭ হাজার ৬২০ ভোট। প্রিয়াঙ্কা পেয়েছেন ২১ হাজার ৮৮২ ভোট। তিন কেন্দ্রেও তৃণমূল এগিয়ে যাচ্ছে। এজন্য দিকে দিকে উল্লাস করছেন কর্মী ও সমর্থকরা।
ভবানীপুরে মমতার ভোটের ব্যবধান যত বাড়তেই দিকে দিকে কর্মী-সমর্থদের উল্লাসের ছবি ধরা পড়ছে। অন্যদিকে, শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও তৃণমূল ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় কোথাও বাজি ফাটিয়ে, কোথাও আবির খেলে আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ