শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী (সাবেক শিক্ষা মন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল ভুবনেশ্বরে। সেখানেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস (AIIMS)-এ চিকিৎসা হবে তার।
সোমবার সকালেই এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি এমার্জেন্সির সামনে চলে আসে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স করেই মন্ত্রীকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড, মা ফ্লাইওভার ধরে সোজা কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ওই অ্যাম্বুলেন্সে ছিলেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তুষার কান্তি পাত্র, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত এবং ইডির কর্মকর্তারা। পার্থ চট্টোপাধ্যায়কে বহনকারী অ্যাম্বুলেন্স কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় সাবেক শিক্ষা মন্ত্রীকে।
এই দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগেই গত শনিবার গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর কলকাতার ব্যাংকশাল আদালতে তোলা হলে দুদিনের রিমান্ডের নির্দেশ দেয় আদালত। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা জানান, তার শারীরিক অবস্থা ভালো নয়। তাকে যেন কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ইডির আইনজীবীদের দাবি ছিল এসএসকেএম নয় তাকে ভর্তি করা হোক আলিপুরের সেনা হাসপাতাল বা জোকার ইএসআই হাসপাতালে। তাদের বক্তব্য এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হলে পার্থ চট্টোপাধ্যায় তদন্তে প্রভাব খাটাতে পারে। কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শুনে আদালতের নির্দেশে পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডির আইনজীবীরা। রবিবার বিকালে হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাশে এই মামলার শুনানি শেষ হয়। এদিন আদালতে এডির আইনজীবীরা জানান, হেফাজত এড়াতেই অসুস্থতার নাটক করছেন রাজ্যের মন্ত্রী।
পরে দীর্ঘক্ষন রিজার্ভে ছিল সেই নির্দেশ। রাত নটা নাগাদ হাইকোর্টের ওয়েবসাইটে সেই রায় আপলোড করা হয়। সেখানে চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার কথা বলা হয়।
সেই নির্দেশ অনুযায়ী এদিন সকালবেলায় এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি এমার্জেন্সির সামনে চলে আসে অ্যাম্বুলেন্স। ৭.৩০ মিনিট নাগাদ এসএসকেএম থেকে বের হয়ে গ্রীন করিডোর করে মাত্র আধা ঘণ্টার মধ্যে সেই অ্যাম্বুলেন্স চলে আসে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের ৫ নম্বর গেট দিয়ে সোজা ভিতর চলে যায় তার অ্যাম্বুলেন্স। এরপর সেই অ্যাম্বুলেন্স থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি অ্যাম্বুলেন্স স্থানান্তরিত করা হয়। পরে সেখান থেকে সকল ৮.৩০ মিনিট নাগাদ অ্যাম্বুলেন্সবাহী বিশেষ বিমান ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় এক ঘণ্টা যাত্রা শেষে ভুবনেশ্বর বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়ক পথে AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে বহনকারী ওই অ্যাম্বুলেন্স।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন