পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা চ্যাটার্জির ফ্লাট থেকে প্রায় পঞ্চাশ কোটি রুপি উদ্ধারের পর কংগ্রেসের ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল রুপি।
এ বিষয়ে তাদের রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও সিআইডির তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে তিন বিধায়ক জানান, বড়বাজারে আদিবাসীদের জন্য শাড়ি কিনতে এসেছিলেন তারা।
বিধায়করা শাড়ি কিনতে আসার কথা দাবি করলেও এত নগদ রুপি তাদের গাড়িতে কেন, এর সদুত্তর মেলেনি। কারণ, গাড়ি যখন আটক হয়েছিল তখন সেটি কলকাতা থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। এদিকে গাড়ি থেকে কোনো শাড়ি উদ্ধার হয়েছে কি না, তা জানা যায়নি।
এদিকে বিধায়কদের আইনজীবীদের অভিযোগ, পুলিশ তাদের মক্কেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না।
কংগ্রেসের তরফে অভিযোগ করা হলো, হাওড়ার ঘটনা প্রমাণ করছে যে বিজেপি অপারেশন লোটাসের মাধ্যমে তাদের দলের বিধায়ক ভাঙিয়ে ঝাড়খণ্ডের সরকার ফেলতে চাইছে।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকালে হাওড়ার পাঁচলার রানিহাটি মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডগামী একটি কালো রঙের টয়োটা গাড়ি আটকায় পুলিশ। কলকাতা থেকে গাড়িটি আসছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার করা হয়। গাড়ির পেছনের দিকে প্রচুর ৫০০ রুপির নোটের বান্ডিল ছিল।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে যে প্রচুর টাকা নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে আগেই খবর মিলেছিল। সেইমতো হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া গ্রামীণ পুলিশের আধিকারিকরা তল্লাশি চালাতে থাকেন। বিকালের দিকে রানিহাটি মোড়ে ওই গাড়িটি ঘিরে ধরা হয়। গাড়িতে যারা ছিলেন, তাদের নামিয়ে তল্লাশি চালানো হয় বলে জানায় পুলিশ। গাড়িতে ছিলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কচ্ছপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল। এরপর তিন কংগ্রেস বিধায়ককে আটক করা হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ