১ আগস্ট, ২০২২ ১০:১৫

গাড়িতে ডিজে বাজানোর জেনারেটর থেকে শর্ট সার্কিট, ১০ জনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি

গাড়িতে ডিজে বাজানোর জেনারেটর থেকে শর্ট সার্কিট, ১০ জনের মৃত্যু

প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে চ্যাংড়াবান্ধা ধরলা সেতুর পাড়ে গাড়িতে থাকা জেনারেটর শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। 

জানা গেছে, রাত বারোটার দিকে শিবের মাথায় জল ঢালতে কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশ'এর উদ্দেশে যাচ্ছিলেন ২৫ জন পূণ্যার্থীর একটি দল। ওই গাড়ির ভিতরে চলছিল ডিজে (DJ), আর তা চালানোর জন্য ছিল একটি জেনারেটরও। হঠাৎ করেই সেটি থেকে পুরো গাড়িতেই শর্ট সার্কিট হয়ে যায়। আর এতে বিদ্যুৎস্পৃষ্ট হন সবাই। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৬ জন। আহতদের জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর