উত্তর পূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই গণনা।
গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের শরিক দল ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) জোট, অন্যদিকে রয়েছে বাম-কংগ্রেস জোট এবং টিপ্রা মোথা পার্টি। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রার্থী দিলেও কোনও আশানরূপ ফল করবে না বলেই অভিমত।
রাজ্যটির ৬০টি বিধানসভা আসনের মধ্যে সরকার গড়তে দরকার ৩১টি আসন। সেখানে বিজেপি ও তাদের শরিক দল আইপিএফটি একত্রে ৩৫ আসনে এগিয়ে রয়েছে, সিপিআইএম ১২ আসনে, টিপ্রা মোথা ১১ আসনে, অন্যরা ২ আসনে এগিয়ে রয়েছে।
এই নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরার সিপিআইএম সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের রাজ্য সভাপতি বিরাজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, টিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ বিক্রম দেববর্মা প্রমুখ।
অপরদিকে, গত ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ৬০টি করে আসনে নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার এই দুটি রাজ্যেও গণনা শুরু হয়।
মেঘালয় রাজ্যে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন দল ন্যাশনাল পিপল পার্টি (এনপিপি)। এই দল ২০ আসনে এগিয়ে থাকার খবর মিলেছে, তৃণমূল কংগ্রেস ৮, বিজেপি ৭, কংগ্রেস ৫ আসনে এগিয়ে আছে।
নাগাল্যান্ডে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) এর সাথে বিজেপির জোট সরকার রয়েছে। এই রাজ্যে এখনও পর্যন্ত এই জোট ৩৯ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) ৩ আসনে, কংগ্রেস ১ আসনে এগিয়ে রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম