৩১ মার্চ, ২০২৩ ১৩:৩১

কলকাতায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক

কলকাতায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ফাইল ছবি

ভারতের কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। আসন্ন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে ঘরের ভিতরে থাকারও পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবারের রাতের বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। তাপমাত্রাতেও পার্থক্য দেখা দিয়েছে। গরম কমে যাওয়ায় স্বস্তিতে শহরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবার কোথাও ঝড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর