প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিবিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার বিকালের দিকে দক্ষিণ কলকাতা বেসরকারি হাসপাতাল (উডল্যান্ডস)-এ ভর্তি করা হয় তাকে।
এদিন দুপুরের খাওয়া দাওয়ার পরে অসুস্থতা অনুভব করেন ৭৯ বছর বয়সী বুদ্ধদেব। অ্যাম্বুলেন্স করে বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার সাথে আসেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভট্টাচার্যসহ পরিবারের সদস্যরা।
তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাজ্যটি রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাবেক মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
সিপিআইএম নেতা রবিন দেব বলেন, 'তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন। আগে থেকে অনেকটাই ভালো আছেন। সাবেক মুখ্যমন্ত্রীর জ্বরও অনেকটা কমেছে।'
হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। রক্তে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কমে গেছে বুদ্ধদেবের। রক্তে অক্সিজেনের মাত্রা নেমে যায় ৭০ শতাংশ। এরপরই হাসপাতালে স্থানান্তরিত করার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সিপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাকে। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। গত ৭ দিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল