আগের থেকে কিছুটা ভালো আছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিবিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সংকট এখনো কাটেনি।
সোমবার বিকালের দিকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে তাকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর আগে এদিন সকালে তার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকদের অনুমান বুদ্ধদেবের ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
এদিকে সোমবার বিকাল চারটার কিছু পরে সাবেক মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুদ্ধদেবকে দেখার পাশাপাশি চিকিৎসকদের সাথেও কথা বলেন মমতা।
পরে মমতা বলেন, 'হাসপাতালে চিকিৎসা চলছে, চিকিৎসকরা তাদের সাধ্যমত চিকিৎসা করছেন। তাকে দেখতে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। বুদ্ধদেব বাবু এখন ভালো আছেন, স্থিতিশীল আছেন। উনার জ্ঞানও আছে। আমার মনে হল উনি আমায় দেখে হাত নাড়লেন। বাদ বাকিটা চিকিৎসকরাই বলতে পারবেন। তবে আমার দেখে মনে হয়েছে তার শরীরের বিভিন্ন প্যারামিটারগুলো অনেকটাই ভালো।'
তার অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে সাবেক মুখ্যমন্ত্রীকে দেখে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সিপিআইএম নেতা রবীন দেব, বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রমুখ। যদিও টানা দুদিন ধরেই হাসপাতালে রয়েছেন বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভট্টাচার্য।
বিডি প্রতিদিন/হিমেল