ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ বছর পূর্তিতে সংগীতশিল্পী মেহরীন মাহমুদকে ‘আত্মজন স্মৃতি’ সম্মানে সম্মানিত করা হলো। গত মঙ্গলবার ইস্টবেঙ্গল দিবসে তাকে বিশেষভাবে এই সম্মানিত করা হয়।
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস ও পৌরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্মাননা তুলে দেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীনের হাতে।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বামী সুবীরানন্দজী মহারাজ (সাধারণ সচিব, রামকৃষ্ণ মঠ ও মিশন)।
এদিকে, সম্প্রতি কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত বঙ্গনারী সম্মাননা পান মেহরীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ