বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বিস্কুট পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয়েছে এক পাচারকারী।
শনিবার বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ১১৫ ব্যাটালিয়নের অধীন মুর্শিদাবাদ জেলার সীমান্ত চৌকি বয়রাঘাট এলাকায় ওই ভারতীয় পাচারকারীকে আটক করে বিএসএফ জওয়ানরা। তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে ১৮৩১.৯৫ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বিস্কুট। জব্দকৃত স্বর্ণের আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক ১ কোটি ১০ লাখ রুপি।
রবিবার বিএসএফ এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট সূত্রে বিএসএফ খবর পায় যে, শনিবার তাদের এলাকা থেকে স্বর্ণ পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে এদিন সকাল ১১:৩৫ মিনিট নাগাদ মুর্শিদাবাদ জেলার ফিরোজপুর গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেন। বিএসএফের প্রবেশ/প্রস্থান গেটে জওয়ানরা তাকে থামিয়ে স্বর্ণ চোরাচালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে আতঙ্কিত হয়ে তার মোটরসাইকেলের নিচের অংশে (চেইন কভারের কাছে ক্যাভিটি) স্বর্ণ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তারপর জওয়ানরা চোরাচালানকারীকে আটক করে সীমান্ত চৌকিতে নিয়ে আসে। এরপর বাইকের যন্ত্রাংশ খুলে ১৫ টি স্বর্ণের বিস্কুট পায় তারা। এসব স্বর্ণের বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল চোরাকারবারিরা। গ্রেফতারকৃত পাচারকারীর নাম জায়রুল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফিরোজপুর গ্রামে।
জব্দকৃত স্বর্ণসহ আটক চোরাকারবারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জঙ্গিপুর কাস্টম অফিসে হস্তান্তর করা হয়।
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি, (জনসংযোগ) এ কে আর্য জানান, স্বর্ণ চোরাকারবারীরা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করে এবং নিরীহ গ্রামবাসীদের অর্থের প্রলোভন দেখিয়ে এই কাজটি করে। সীমান্তে বসবাসকারী মানুষদের প্রতি তার আহ্বান স্বর্ণ চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে, তারা যেন বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর এ যোগাযোগ করে রিপোর্ট করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন