থাইল্যান্ডে অভ্যুত্থান ও পরবর্তী দমন-পীড়ন ও নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এদিকে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা শুরু করেছেন জান্তা প্রধান।
গত সপ্তাহে থাই সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং একের পর এক রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও অ্যাক্টিভিস্টদের গ্রেফতারের পর ইইউ বলেছে, কেবল গণতন্ত্রে ফেরার সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমেই থাইল্যান্ডকে অব্যাহত সমর্থন দেওয়া সম্ভব। এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন বলেন, থাইল্যান্ডের বর্তমান পরিস্থিতি আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি। তিনি আরও বলেন, সম্প্রতি রাজনৈতিক কারণে যাদের আটক করা হয়েছে তাদের ছেড়ে দিতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমরা সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশটির জান্তা সরকার বৃহস্পতিবার আরও ৫০ জনকে নতুন করে তলব করেছে। এ নিয়ে সরকার ২৫০ জনকে তলব করল। এএফপি।