রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

মিরপুরে পুলিশ-বস্তিবাসী সংঘর্ষ, একজনের মৃত্যু

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জের

রাজধানীর রূপনগর এলাকার একটি বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশ ও বস্তিবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে পুলিশের ধাওয়া খেয়ে বস্তিতে বসবাসকারী একজন পানিতে ডুবে মারা গেছেন। নিহতের নাম আবদুল খালেক বাবুর্চি (৩৮)। অন্যদিকে বস্তিবাসীর হামলায় আবদুল লতিফ নামে রূপনগর থানার এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সকাল পৌনে ১১টার দিকে মিরপুরের সেকশন ৬ এর ট ব্লকের চলন্তিকা ক্লাবের পাশে আব্বাসের টংঘর বস্তিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগে স্থানীয় ৪০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেছে পুলিশ। নিহত আবদুল খালেক ওই এলাকায় বাবুর্চির কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের বাবার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি রংপুরের মাহীগঞ্জে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রূপনগর আব্বাসের বস্তির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সকালে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অভিযানে নামেন। ওই অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল নেওয়া হয়। এ সময় বস্তিবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেন। এতে অভিযান পরিচালনাকারী বিদ্যুৎ বিভাগ ও পুলিশের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বস্তির লোকজন পুলিশকে বেধড়ক মারধর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এসে হামলাকারীদের ধাওয়া দিলে অনেকেই বস্তির ডোবায় ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ চলে গেলে ডোবা থেকে দুজন বস্তিবাসী উঠে আসলেও আবদুল খালেকের কোনো খোঁজ মেলেনি। এরপর বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আবদুল খালেককে মুমূর্ষু অবস্থায় পানি থেকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর