শিরোনাম
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা
বাংলাদেশ-ভারত বৈঠক

আজ বসছেন দুই স্বরাষ্ট্র সচিব

বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠকের প্রথম দিনে গতকাল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠকে সচিবদের আলোচনার এজেন্ডা চূড়ান্ত করার পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতের ১১ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নর্থ-ইস্ট শাখার যুগ্ম সচিব শম্ভু সিং ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। অন্যদিকে, আজ দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দিতে যাচ্ছেন দুই দেশের স্বরাষ্ট্র সচিব। একই হোটেলে অনুষ্ঠিতব্য আলোচনায় বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। আর ভারতের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন নয়াদিলি্লর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী। আগামীকাল বৃহস্পতিবার অনীল গোস্বামীর নেতৃত্বাধীন ভারতের প্রতিনিধি দল রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করবেন।

সর্বশেষ খবর