রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ইউক্রেনে ৬ হাজার বছরের পুরনো বলিদানের মন্দির

ইউক্রেনে ৬ হাজার বছরের পুরনো বলিদানের মন্দির

ছয় হাজার বছরের পুরনো এক মন্দিরের খোঁজ পাওয়া গেল ইউক্রেনে। এতে মানবাকৃতির বিভিন্ন পুতুলের পাশাপাশি পাওয়া গেছে বলিকৃত পশুর দেহাবশেষও! এটি তৈরি করা হয়েছিল কাদামাটি আর কাঠ দিয়ে। মোটামুটি ৬০ বাই ২০ মিটার আকৃতির এটি। এটি একটি দ্বিতল মন্দির। ওপর তলাটি পাঁচটি কক্ষে বিভক্ত ছিল। এসব কক্ষের দেয়ালে লাল রং করা হয়েছিল, যাতে একটি বিশেষ আমেজ পাওয়া যায়। ধারণা করা হয়, মানুষ যে সময়ে লেখা আবিষ্কার করে, তারও আগে প্রতিষ্ঠিত এ মন্দির। এর ভিতরে পাওয়া গেছে আটটি কাদামাটির বেদি, যেগুলো বলিদানের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। একটি বেদিতে পাওয়া যায় পুড়িয়ে ফেলা ভেড়ার অসংখ্য হাড়, যেগুলো সম্ভবত বলি দেওয়া হয়েছিল। নিচের তলায় ছিল আরও সাতটি বেদি ও একটি উঠান, যেখানে প্রচুর পরিমাণে পশুর হাড় এবং মাটির পুতুলের টুকরো পাওয়া যায়। এসব পুতুলের অবয়ব অনেকটা মানুষের মতোই। তাদের কারোর কারোর নাক আবার পাখির ঠোঁটের মতো, চোখ দুটো বিসদৃশ। সর্বপ্রথম ২০০৯ সালে এ মন্দিরটি শনাক্ত করা সম্ভব হয়। বর্তমানে নেবেলিভকা নামক অঞ্চলের কাছে অবস্থিত এ ধ্বংসস্তূপের ভিতরে ওই মন্দির ছাড়াও ছিল প্রায় ১ হাজার ২০০ স্থাপনা ও ৫০টি রাস্তা।

সর্বশেষ খবর