অবরোধের সহিংসতায় দগ্ধ ও আহত আরও দুজন মারা গেছেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন বাস হেলপার শাকিল (২৪) ও কবির শেখ (৪০)।
জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি সকালে রূপগঞ্জ থানার গাউসিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এতে হেলপার শাকিল গুরুতর দগ্ধ হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শাকিলের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল তার অবস্থার আরও অবনতি হয়। বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পেট্রলবোমার আগুন থেকে বাঁচতে চলন্ত পিকআপ থেকে লাফিয়ে পড়েও প্রাণে রক্ষা পাননি কবির শেখ। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। ওই ঘটনায় পেট্রলবোমার আগুনে দগ্ধ পাঁচজনকে ভর্তি করা হয়েছে ঢামেক বার্ন ইউনিটে।
কবির শেখের বাবার নাম সুবহান শেখ। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কালুরগাঁও গ্রামে। তিনি পশ্চিম ধোলাইপাড়ের ৪২/২ নম্বর বাসায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে কবির শেখসহ বেশ কয়েকজন মেরামতের জন্য কয়েকটি বিকল মেশিন নিয়ে একটি পিকআপ ভ্যানে চড়ে রূপগঞ্জ থেকে ধোলাইপাড় যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের বহনকারী পিকআপে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে পাঁচজন দগ্ধ হন। ওই সময় আগুন থেকে বাঁচতে চলন্ত পিকআপ থেকে লাফ দেন কবির। এতে তার মাথা, হাত ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে দগ্ধদের সঙ্গে তাকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে কবির শেখ মারা যান। হতাহতরা রূপগঞ্জের মাহিন আয়রনে কাজ করতেন। কবির মাহিন আয়রনের মালিক নাদির হোসেন নান্নুর আপন ছোট ভাই।
শিরোনাম
- রাজধানীতে সবজির বাজার স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
চলে গেলেন পেট্রলবোমায় দগ্ধ শাকিল ও কবির
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর