গাজীপুর জেলার রাজনীতিতে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলের অন্যতম এরশাদ সমর্থিত জাতীয় পার্টিরও তেমন কার্যক্রম নেই। জেলা জাতীয় পার্টির কার্যক্রম পরিচালিত হতো এরশাদের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসানকে কেন্দ্র করে। পরে নবগঠিত গাজীপুর মহানগর কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত বছরের ৪ ফেব্রুয়ারি হঠাৎ তার মৃত্যুর পর ২০ ফেব্রুয়ারি তার ছেলে কাজী সাজেদ হাসান শুভকে সভাপতি ও আসাদ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টির গাজীপুর মহানগর কমিটি গঠিত হয়। ওইদিনই (২০ ফেব্রুয়ারি) মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। গাজীপুর মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট ম. মনোয়ার হোসেন বলেন, জাতীয় পার্টি আগামীতে আরও সুসংগঠিত, চাঙ্গা, সুশৃঙ্খল ও শ্রেষ্ঠ দলে পরিণত হবে। তিনি আরও বলেন, জনগণের সেবায় ও জনকল্যাণে জাতীয় পার্টি আবার সক্রিয় ভূমিকা পালন করবে। একইভাবে ২০-দলীয় জোটের শরিক দল জামায়াতের প্রকাশ্যে দেখা মিলছে না। নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গ্রেফতার ও পুলিশ আতঙ্কে দলীয় কার্যক্রম চালাতে প্রকাশ্যে মাঠে নামতে পারছেন না নেতা-কর্মীরা। মাঝে-মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল-মিটিং চালিয়ে যাচ্ছেন তারা। তাছাড়া দলটির ভাবাদর্শের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে নানা অনুষ্ঠানের মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলছেন তারা। দেশব্যাপী জামায়াত-শিবিরের নাশকতা চলাকালে তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে কমপক্ষে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এতে সহস্রাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। জামায়াতের জেলা আমির আবুল হাসেম ও গাজীপুর মহানগর সেক্রেটারি খাইরুল হাসানসহ জেলার কমপক্ষে ৮০ জন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা বর্তমানে জেলহাজতে রয়েছেন। প্রকাশ্যে কোনো নেতাকে না পাওয়ার ব্যাপারে জামায়াতের কারও বক্তব্য পাওয়া যায়নি। বাম দলগুলোর মধ্যে সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ ও জাসদ নিজেদের অবস্থান জানান দিতে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি মাঝে-মধ্যে জাতীয় নানা ইস্যুতে মিছিল-মিটিং করছে। সিপিবির গাজীপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থী দলগুলোর যথেষ্ট পরিমাণে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ থাকলেও যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। সিপিবির গণসংগঠন হিসেবে পরিচিত ছাত্র ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন ও গার্মেন্ট শ্রমিকদের সংগঠনগুলো নিয়মিত কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সিপিবি নেতাদের নামে প্রায় ১০টি মামলা চলমান রয়েছে।
শিরোনাম
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
জামায়াত চুপচাপ জাপা আশাবাদী
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর